
নারীর সৌন্দর্য
~ ড. নজরুল ইসলাম খান
অপেক্ষার পর যে নারী রাঙা ঠোঁটে হাসি ছড়ায় সে নারী অনেক ভেবে-চিন্তে তোমাকে কাছে টেনেছে-
এর নাম গভীরতা।
আচমকা সাক্ষাতে যে নারী মুখের দিকে চোখ তুলে তাকাতে পারে না বুঝে নিও সে আর দশ জনের মতন নয়-
এর নাম লাজুকতা।
অনেক দিন পর পর যে নারী পোস্টে লাইক কমেন্ট করে সে কিন্তু তোমাকে ভীষণ পছন্দের তালিকায় রেখেছে-
এর নাম পর্যবেক্ষণ।
আষাঢ়ের বাদলা দিনে যে তোমাকে বৃষ্টির গান শোনায় মনে কর সে এখন চরম একাকীত্বে ডুবে আছে-
এর নাম রোমান্টিকতা।
সারাদিনের কাজ সামলে সময়ের ব্যস্ততাকে ফাঁকি দিয়ে যে তোমাকে হ্যায়-হ্যালো করে তাকে ইগনোর করা মানে ভালোবাসার তামাদি-
এর নাম অবহেলা।
লাল পেড়ে শাড়ির নীল আঁচলে এলোমেলো বাতাসে ওড়ানো মোহমুগ্ধ ছবি যে তোমাকে পাঠায়, যেনে নিও এতো শুধু ছবি নয় এ-তো হৃদয়ের না বলা কথামালা-
এর নাম সরলতা।
রেস্টুরেন্টের বাহ্যিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে মজার রেসিপিটা যে বাসায় ট্রাই করে, সে যেন এক গোছা প্রেম জমিয়েছে তোমার জন্য-
এর নাম সচেতনতা।
বাংলার প্রকৃতি আর সবুজ-শ্যামলের চিরচেনা আঁকাবাকা রাস্তায় বেরিয়ে যে তোমাকে পাশের আসনে দেখতে চায়, সে তোমার প্রিয়া হতে চায়-
এর নাম স্বাধীনতা।
গ্রীষ্মের তপ্ত রোদ্দুরে পোড়ানো ঘামে ভেজা শরীর-মন যে শাড়ির খোট দিয়ে মুছে দিতে চায়, তাকে রেখ বুকের পাঁজরে-
এর নাম মায়া-মমতা।
জানালার ফাঁক গলিয়ে যে নারী উঁকি আঁকতে চায় দূর আকাশের তারার মেলায়, তার চোখের পলক একটু আলাদা-
এর নাম অপলক দৃষ্টি।
ঘামে ঝরানো কষ্টের টাকা জমে জমে যে তোমাকে উপহার কিনে দেয়, সে যেন ভালোবাসার পরশ বুলিয়ে যায় প্রতি মহূর্তে-
এর নাম কেয়ারিং।
হাজার মানুষের ভীড়ে যে তোমাকে আলাদা ভেবে হৃদয়ের কথা শুধালো, সে নারীর মনটা খানিকটা চওড়া ভেবে নিও, তার ব্যথার রাজ্যে অবগাহন কর-
এর নাম শেয়ারিং।
যার ভাবনা আকাশের তারাগুলো জীবনের গতিতে দ্যোতি ছড়ায়, যার বিবেক আবেগের দুর্যোগ হারায় তার সাথে বন্ধুত্ব কর-
এর নাম নারীর সৌন্দর্য।
ড. নজরুল ইসলাম খান, অধ্যক্ষ, কথাসাহিত্যিক ও কবি