Dr Islam

ড. নজরুল ইসলাম খান (1)

অন্যরকম

ড. নজরুল ইসলাম খান

দীর্ঘদিন কথা না বলার পর
আবার যখন কথা বলা হয়-
সেই কথা বলার আবেগটা
অন্যরকম।

ঝগড়ার অনেকদিন পর
আবার যখন দেখা হয়-
সেই দেখা হওয়ার সাধটা
অন্যরকম।

লম্বা একটা বিরতির পর
আবার যখন প্রেম শুরু হয়-
সেই প্রেমের উষ্ণতা
অন্যরকম।

ভালোবেসে কলঙ্কিত হওয়ার পর
আবার যখন নিষ্কলুষ ভালোবাসা তৈরি হয়-
সে ভালোবাসার অনুভূতিটা
সত্যিই অন্যরকম।

বছরের পর বছর সত্য লুকানোর পর
যেদিন সত্যটা প্রকাশ করার মত
মানুষের সাথে দেখা হয়-
সে দিনের স্মৃতিটা
অন্যরকম।

শৈশব কৈশোর কিংবা যৌবন পেরিয়ে
পৌঢ়ে এসে
যখন প্রেমিকার সাথে হঠাৎ দেখা হয়ে যায়-
সেই মুহূর্তটা
অন্যরকম।

যাকে বইয়ের পাতায় পড়ে পড়ে
ভালোবাসা যায়
তার সাথে যখন সরাসরি সাক্ষাৎ হয়ে যায়-
সেই সাক্ষাতের মুহূর্তটা আসলেই
অন্যরকম।

আনফ্রেন্ড কিংবা ব্লক লিস্টে চলে যাওয়া বন্ধুগুলো আবার যখন ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে ভুল স্বীকার করে
ভালোবাসার দায়শোধ করে-
সেই বন্ধুগুলো
অন্যরকম।

যারা লুকিয়ে লুকিয়ে ভালোবেসে
একদিন প্রকাশ্যে ভালোবাসার ঘোষণা দেয়-
তাদের ভালোবাসা বাস্তবেই
অন্যরকম।

যাদের অন্দর-বাহির আলাদা নয়
মন-মননে ভিন্নতা নেই
সেইসব মানুষগুলো
অন্যরকম।

যারা লোকমুখে শুনে বন্ধুত্ব করে না
কিংবা বন্ধুত্ব ছাড়ে না
তারা মানুষ হিসেবে
অন্যরকম।

ট্রেন বা বাস যাত্রায় সুন্দরী নারীর সাথে
দীর্ঘক্ষণ কথা না বলার পর
প্রথম যখন আলাপ শুরু হয়-
সেই আলাপের শব্দচয়ন
অন্যরকম।

সমুদ্রের তীরে মেঘলা আকাশের পর
ঝড়ের তীব্রতা যখন গা ছুঁয়ে যায়-
সেই বাতাসের ছোঁয়াটা
অন্যরকম।

প্রেমের মোহটা কেটে গেলে
পরস্পর যে ভালোবাসার মিনার তৈরি হয়
সে ভালোবাসার স্থায়িত্ব
অন্যরকম।

হাঁটতে হাঁটতে কিংবা যাত্রা বিরতিতে
বন্ধুর হাতের ছোঁয়াটা পাওয়ার দীর্ঘ অপেক্ষার পর
প্রথম যে স্পর্শটা লাগে সেই স্পর্শটা
অন্যরকম।

কথা বলার সময় প্রিয়ার মুখ আর ঠোঁটের কিনারায়
যে ভালোবাসার উজ্জ্বলতার বিকিরণ ঘটে
তা সত্যি
অন্যরকম।

প্রথম প্রথম প্রেমে পড়ার পর
দেহমনে যেসব পরিবর্তন আসে
সেইসব পরিবর্তনের চিহ্ন আর মুগ্ধতাগুলো
অন্যরকম।

ভালোবাসার অভিমানে
হৃদয় গগনে অশ্রু ঝড়ানোর পর
আবার যখন ভালোবাসা উঁকি দেয়-
সে ভালোবাসার স্মৃতিটা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *