
খোঁজ
~ড. নজরুল ইসলাম খান
অনেক বছর পর-
তোমার সাথে আর যদি কথা না হয়,
দেখা না হয়, যোগাযোগ না হয়
এমন যদি হয় চেষ্টা করেও আর খুঁজে না পাই তোমাকে
তোমার ঠিকানা যদি পরিবর্তন করে ফেল
যোগাযোগের সবকটা জানালা যদি বন্ধ করে দাও
আমি যদি খুঁজে খুঁজে বড্ড ক্লান্ত হয়ে যাই
রাস্তার মোড়ে মোড়ে যদি হারানো বিজ্ঞপ্তি লাগাই
পত্রিকার পাতায় পাতায় যদি বিজ্ঞাপন প্রচার করি
তোমার বন্ধুদের কাছে যদি তোমাকে খুঁজে বেড়াই
তোমার চেনা-জানা পথে পথে যদি হেঁটেই চলি
সামনে যাকে পাব তাকেই যদি জিজ্ঞেস করি
তোমার ঠিকানায় যদি শ পাঁচেক চিঠি লিখি
তোমার সন্ধানে যদি সমুদ্র পাড়ে অপেক্ষা করি
দেশের সব থানায় যদি জিডি করি
যদি আইনের সহায়তা নিয়েও ব্যর্থ হই?
তবু্ও তোমাকে খুঁজে যাব
পাব কি পাব না
তবুও নাহি বিরত হব
ক্ষণিকের জন্য একটা একটা দীর্ঘ নি:শ্বাস নিব
খোঁজার শক্তি যোগাব
আবার খুঁজতে বেরুবো
চেনা-অচেনা পথে প্রান্তরে আবার খুঁজে বেড়াব
কিন্তু
না পাওয়ার কষ্ট কাউকে শেয়ার করব না
ভালোবাসা উবে গেছে স্বীকার করব না
তারপরও তোমায় খুঁজব।
যদি তোমার দেখা পাই
আর যদি তোমাকে না হারাই
যদি আরেকবার বল-
‘ভালোবাসি তোমাকে’।
তাহলে কি তোমাকে খুঁজে পেয়েছি বলে নিশ্চিত হব
নাকি আরও খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে বলব-
তুমি যেখানেই থাক
ফিরে এসো আমার কাছে
আমার ভালোবাসার কাছে।।