সময় হলে
দীপঙ্কর বেরা
সময় হলে যেতেই হবে
বাজলে ছুটির ঘন্টা
যতই আসুক মোহ মায়া
কেঁদে উঠুক মনটা।
স্কুলের ছুটি কাজের ছুটি
জীবন শেষে ছুটি
সময় হলে বাজুক ঘন্টা
চলো জীবন লুটি।
সময় পেয়ে আছি যখন
ভাবছি কাজে থাকা
আনন্দ আর ভালোবাসায়
শান্তি সুখে রাখা।
জীবন হল তোমার আমার
আসা যাওয়ার খেলা
আমার থাকা মনে রাখুক
আমার যাওয়ার বেলা।