পাখির নীড়ে ফেরা
দীপঙ্কর বেরা
দিনের শেষে পশ্চিমে ঐ
সূয্যি গেল পাটে
গাছের ডালে পাখিরা সব
ফিরছে পুকুর ঘাটে।
ঝাঁকে ঝাঁকে আসছে কত
ফিরছে যে যার নীড়ে
কিচিরমিচির করছে ওরা
এত মানুষ ভিড়ে।
আকাশ পথে লালের আভা
যাচ্ছে দেখা ডানা
কোথায় ছিল আসছে কোথা
কেউ করে নি মানা।
গাছ কমেছে ভাঙছে বাসা
পাখির নীড়ে ফেরা
বদ্ধ ঘরে খুকুর জীবন
ইট পাথরের ঘেরা।
সারাটা দিন আলো হাওয়ায়
মুক্ত পাখির সুখে
খুকুও চায় ঘুরতে ফিরতে
ইচ্ছে মাটির বুকে।