DIPAK KUMAR BERA

বিদ্রোহী নজরুল
দীপক বেরা

হে বিদ্রোহী কবি নজরুল—
তুমি উৎপীড়িতের কবি, সংগ্রামী কবি
তুমি চির বিদ্রোহী চেতনার জ্বলন্ত প্রতীক
পরাধীনতার বিদেশী শাসন-শোষণের বিরুদ্ধে
বিদ্রোহের বার্তা ছড়িয়েছ দিকে দিকে
বাজিয়েছ তোমার অগ্নিবীণার ঝংকার
সাম্প্রদায়িক ভেদাভেদ, জাতপাতের বিরুদ্ধে
শ্রেণি শোষণ, নারী-পুরুষ অসাম্যের বিরুদ্ধে
দ্রোহ ছিল তোমার আজীবন ধ্যান-জ্ঞান
ছিল তোমার জীবনের নিজস্ব অভিজ্ঞান
সমকালীন জীবনযন্ত্রণা-কে দিয়েছ ভাষা
ভেঙেছ কবিতার চিরকালীন প্রচলিত ধারণা
দিয়েছ নতুন এক নান্দনিকতা, এক স্বতন্ত্র পথ
কবিতায় তুমি ছকভাঙা এক নতুন ব্যাকরণ
দ্রোহের ভিন্নতর দৃষ্টিকোণের উচ্চকিত উচ্চারণ
তোমাকে জানাই আজ বিনম্র প্রণাম অগণন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *