DIPAK BERA

হেঁটে যায় পরমায়ু

দীপক বেরা

পাহাড়ের আঁকাবাঁকা রাস্তার পাশে গভীর খাদ
বিপদ—সৌভাগ্য দাঁড়িয়ে থাকে পাশাপাশি
মানুষ পর্যটনে আসে,
আমোদ করে খচাখচ্ ছবি তুলে রাখে
খাদ পাশে রেখে হেঁটে যায় হিসেবি মানুষ
বেহিসেবি ভুল এড়িয়ে আঁকড়ে ধরে
তবু বেঁচে থাকে গুল্ম-লতা, ঘাস, বুনোফুল
নিষেধের ওপারে বর্ণ গন্ধ স্মৃতি..
নিজেকে ওভারটেক করার নিখুঁত রমণীয় বিজ্ঞাপন!

এই তো ছুঁয়ে আছি, ধরে আছি জীবন
আঁকড়ে ধরে থাকা সুখ
কাঁখের জলভরা কলসির মতো
কখন যে ভেঙে যায়, গড়িয়ে যায় জল
কীভাবে যে হেঁটে যায় পরমায়ু..
আবার, কোন সে প্রত্যাশায়—
কীভাবে ঝরে পড়ে গভীর খাদে জলপ্রপাত!

টালিগঞ্জ, কোলকাতা।
১৭|০৮|২০২২

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *