হেডস্যারের বেত
দীপক বেরা
হেডস্যারের বেতের মতো
বজ্রকঠিন এক ভয়ের প্রতীক
যার কোনো প্রতিপক্ষ শক্তি নেই
ভুল, দোষ, পাপ প্রতিবিধানের মঞ্চে
এক সকরুণ নিঃশব্দ আর্তি!
সুকুমার বৃত্তি বালকের ঘুমে
স্বপ্নের ঘোরে চক্রবৎ আন্দোলিত
রাজকীয় তাম্রশাসনের ত্রাসের বিস্তার—
চামড়ার কালসিটে দাগ
শরীরের অস্ফুট যন্ত্রণা, রক্তপাত
ক্লান্তিহীন উপপাদ্য, জ্যামিতিক বৃত্তরচনা
সূর্যের রৌদ্রময়তার প্রাচীন আলোয়
গড়ে ওঠা চরিত্রবান এক বৌদ্ধিক নির্মাণ!