DIPAK BERA

পাঠ প্রতিক্রিয়া : —

“অঙ্কুরীশা : জীবনানন্দ এক আশ্চর্য মনীষা”

সম্পাদনা : বিমল মন্ডল

প্রথম প্রকাশ : ১৬-ই মে, ২০২২ 

বইটি আমার হাতে এসে পৌঁছেছে গত ০২/০৭/২০২২ তারিখে। প্রিয় সম্পাদক মহাশয়, বইটি অতি যত্ন সহকারে ‘রেজিস্টার্ড পোস্ট’ মারফত আমার ঠিকানায় পাঠিয়ে নিজ দায়িত্ব যথাযথ পালন করেছেন। তার জন্য তাঁকে আমার আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ জানাই। 

বইটি বলা যায় ‘জীবনানন্দ দাশ’ এর জীবন ও তাঁর কবিতা, গল্প, উপন্যাসের বিশ্লেষণ ধর্মী একটি আধার গ্রন্থ। বইটির যথার্থ নামকরণে সেটা সহজেই অনুমেয়। বইটি বর্তমান সময়ের জনপ্রিয় ২৬-জন কবির ছাব্বিশটি প্রবন্ধের একটি বিশেষ বর্ণময় গদ্য সংকলন। 

নৈঃশব্দ্যের রূপ যাঁর কবিতায় মূর্ত হয়ে ওঠে, তিনি হলেন জীবনানন্দ দাশ। গড়পড়তা একজন সাধারণ জনতার একজন হয়ে তিনি কীভাবে উল্লেখযোগ্য হয়ে উঠলেন, কেমনভাবে গড়ে উঠেছিল তাঁর মননের স্বরূপ এবং কেমন ছিল তাঁর আশৈশব যাপিত জীবনের অভিজ্ঞতাপুঞ্জ, — সে সম্পর্কে পাঠকমাত্রেরই কৌতুহল থাকে। বিশ শতকের বাংলা কবিতার গতি-প্রকৃতিকে অন্তরে উৎকীর্ণ করে নেবার পথে কবি (এখন জানা গেছে তিনি দুর্দান্ত কথাসাহিত্যিকও) জীবনানন্দকে শিল্পকৃতিতে ও জীবনে গভীরভাবে জেনে নেওয়া নিতান্তই প্রয়োজনীয় — এই সত্যটি বোধ হয় কেউ অস্বীকার করবেন না। সেই জানা যেমন তাঁর লেখায় অভিনিবিষ্ট হয়ে সম্পন্ন করতে হবে, তেমনই অনুসরণ করতে হবে তাঁর জীবনসত্ত্বাকে। কারণ, একজন মানুষকে বোঝবার জন্য তাঁর জীবন ও কর্মপ্রয়াস দুইই জানতে হবে — এমনই আমাদের বিশ্বাস। রবীন্দ্রনাথের পর বাংলা ভাষায় ও সাহিত্যে তাঁর কবিতা এক অনন্য বাস্তবাতীত জগতের স্পর্শ দেয়। বিদগ্ধ বাঙালি পাঠক মাত্রই এক নিরন্তর যাত্রাপথে জীবনানন্দের কবিতার হাত ধরে পায়চারি করতে থাকেন। আর, তাই বোধহয় জীবনানন্দকে আমরা প্রতিনিয়ত নতুন রূপে, নতুন আঙ্গিকে আবিষ্কার করে চলি। জীবনানন্দের জীবন ও সৃষ্টি গভীর এক রহস্যময়তায় ভরা। তাঁর সৃষ্টি নিয়ে আলোচনা যে বেশ কঠিন ও দুরূহ কাজ হবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। সেই দিক থেকে সম্পাদকের এই কাজ যথেষ্ট সাহসী পদক্ষেপ বলা চলে। জীবনানন্দ দাশ বাংলা ভাষার এক রহস্যময় রূপকল্পের চিত্রময় শিল্পব্যঞ্জনার কবি। তাই তাঁকে ঘিরে যত রকমের আলোচনা হতে পারে, তার বেশ কিছুটাই মেধাবী সম্পাদক বিমল বাবু তাঁর এই বইটিতে ছুঁয়ে যেতে পেরেছেন বলে আশা করি। 

প্রবন্ধকারগণ প্রত্যেকেই জীবনানন্দকে তাঁদের নিজ নিজ দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করেছেন। তাঁর বিচিত্র কাব্য-বৈশিষ্ট, চেতনাজগৎ, বোধ ও উপলব্ধি, আবেগ-অনুভূতি নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছেন। অতিরিক্ত বিবরণ আমার পক্ষ থেকে দেওয়া বাহুল্য হবে। তবু দৃষ্টি আকর্ষণ না করে পারি না বিভিন্ন প্রবন্ধকারের প্রদত্ত তথ্যসূত্রের দিকে। লক্ষ না করে পারি না, সুলিখিত নির্ঘন্ট। বিশেষভাবে চোখে পড়ে এবং মনের মধ্যে ঢেউ তোলে জীবনানন্দের জীবনকথা পরিবেশনের সঙ্গেই জীবনানন্দের রচনা থেকে সমান্তরাল ও প্রাসঙ্গিক উদ্ধৃতি। তাঁর অসামান্য প্রতিভার কিছুটা অংশও হৃদয়ঙ্গম করতে গেলে বইটি হাতে নিয়ে দেখার অনুরোধ করবো প্রত্যেক পাঠককে। জীবনানন্দ সম্পর্কে স্মৃতিকথা, তাঁর সম্পর্কে চিন্তাভাবনা, তাঁর গল্প, কবিতা, উপন্যাসের ব্যাখ্যা-বিশ্লেষণ কোনো কিছুই বাদ যায় নি, যা সম্পাদক পরম মমতায় সকলকে তাঁর গ্রন্থের পাতায় প্রকাশ করেছেন। বইটির বিশালায়তন সূচিপত্রটি প্রকাশ না করলে পাঠকদের কাছে সম্পাদকের চিন্তাব্যাপকতার অনুধাবন সহজ হবে না। 

সূচিপত্র : —

মৃত্যুর আগে ও কবি জীবনানন্দ দাশ / সুধীর দত্ত ৯

জীবনানন্দের সঙ্গে বসবাস : ৫০ বছর / সন্দীপন বিশ্বাস ১৪

বনলতা সেন : কবিতাচূড়ামণি / সুজিত রেজ ২২

বাংলার মুখ আমি দেখিয়াছি / তৈমুর খান ৩০

আমার জীবনানন্দ পাঠ / সবর্ণা চট্টোপাধ্যায় ৩৪

বাংলা আধুনিক কবিতার জাতকপুরুষ হলেন কবি জীবনানন্দ দাশ / তাজিমুর রহমান ৩৭

জীবনানন্দ দাশ : জীবনোপলব্ধি ও জীবনবোধ / ড. আশিসকুমার নন্দী ৪৮

মুখোমুখি বনলতা / হরিৎ বন্দ্যোপাধ্যায় ৫৩

রবীন্দ্রপরবর্তী জীবনানন্দ / বাবলু গিরি ৫৬

কবি জীবনানন্দ, ব্যক্তি জীবনানন্দ / দুর্গাদাস মিদ্যা ৬০

‘ধারালো কুয়াশা’ ভেদি এক উজ্জ্বল নক্ষত্র / অরুণ ভট্টাচার্য ৬৪

কাব্যযুগধারায় জীবনানন্দ এক পর্যায়প্রস্তর / সুকুমার রুজ ৬৭

মগ্ন-মন্থর গতির অন্তরালে / বিকাশরঞ্জন হালদার ৭০

বনলতা সেন : ফিরে দেখা / বিপ্লব গঙ্গোপাধ্যায় ৭৬

আলোর খোঁজ : জীবনানন্দ / উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় ৮১

রূপসী বাংলার কবি জীবনানন্দ / দীপক বেরা ৮৪

জীবনানন্দ প্রসঙ্গ কবিতার অন্বেষণ / পিনাকী রায় (কনিষ্ক) ৮৭

জীবনানন্দ দাশ, বাংলা কবিতার এক আলোক বিচ্ছুরণ / রাজীব ঘাঁটী ৯১

জীবনানন্দের কবিতায় অভূতসময়ের চিন্তাচিহ্ন / সুবীর ঘোষ ৯৪

জীবনানন্দ দাশ : প্রতিবন্ধকতা ও সফলতা / ইউসুফ মোল্লা ৯৯

এক উপত্যকাহীন নির্ভার ঈশ্বরের প্রদীপ / নিমাই জানা ১০৬

আধুনিকতা ও জীবনানন্দ / রাজেশকান্তি দাশ ১১৪

কবি জীবনানন্দ দাশ / শ্রাবণী বসু ১১৮

নির্জনতার কবি জীবনানন্দ / বিকাশ বর ১২৭

ইতিহাসের ডানা ছুঁয়ে জীবনানন্দ / অশোককুমার লাটুয়া ১৩১

জীবনানন্দ দাশ : প্রসঙ্গ জীবন-প্রেম-অন্ধকার-মৃত্যু / বিমল মণ্ডল ১৩৫

               **      **      **      **      **

এছাড়াও রয়েছে আকর্ষণীয় সম্পাদকীয়। 

এই বিপুলায়তন কর্মযজ্ঞ সম্পাদনা করা কতখানি দুরূহ কাজ, তা একমাত্র সম্পাদক ছাড়া অন্য কারুর পক্ষে অনুধাবন করা সম্ভব নয়। তারপরও ‘জীবনানন্দ’ নিয়ে নতুন আগ্রহের উন্মেষ ঘটছে, অন্তঃসারশূন্য প্রতিবেশে আত্মনিমগ্ন হওয়ার আবাহন প্রকাশিত হচ্ছে, সেটাই বা কম কীসে। জীবনানন্দের অনুরাগী পাঠক, আলোচক নিজেদেরকে মেলে ধরবার একটি জায়গা অন্তত পেয়েছেন, সেজন্য সম্পাদক অশেষ প্রশংসা পাওয়ার দাবীদার। 

সেইভাবে আলাদা করে প্রত্যেক প্রবন্ধকারের আলোচনার আলোচনায় না গিয়ে, গ্রন্থটির একটি সামগ্রিক ভাব ও প্রেক্ষাপট তুলে ধরবার চেষ্টা করলাম। আলোচনাটি পড়ে বইটি সম্পর্কে পাঠকমনে যদি কিছুমাত্র ধারণার উদ্রেক করতে সমর্থ হই, তবে আমার পরিশ্রম ও চেষ্টা সার্থক হবে। 

৯-ফর্মার বইটির ছাপানোর মান বেশ ভালো। মননশীল প্রচ্ছদ করেছেন মৃণালকান্তি দাস। সম্পাদকের কাছে এরকম আরও বিশ্লেষণ ও গবেষণাধর্মী গ্রন্থ পড়বার আকাঙ্ক্ষা পোষণ করি। আশা করি সম্পাদক আমাদের নিরাশ করবেন না, এই প্রত্যাশা সফল হোক। বইটির সম্পাদক, সহ সম্পাদক ও বইটির নেপথ্যে যাঁরা রয়েছেন সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। নমস্কার। 

web to story 2
web to story

প্রকাশক : সুব্রত চক্রবর্তী

প্রেক্ষাপট

মহিষাদল, পূর্ব মেদিনীপুর-৭২১৬২৮

অক্ষরবিন্যাস ও মুদ্রক :

সুব্রত চক্রবর্তী

প্রেক্ষাপট (প্রেস অ্যান্ড পাবলিকেশান)

মহিষাদল, পূর্ব নেদিনীপুর-৭২১৬২৮

প্রথম প্রকাশ :

১৬ মে, ২০২২

ISBN : 978-81-951486-4-6

গ্রন্থস্বত্ব :

© বিমল মণ্ডল

প্রচ্ছদ : মৃণালকান্তি দাস

মূল্য : ₹৩০০.০০

web to story

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *