DIPAK BERA

 DIPAK BERA

ধূসর

দীপক বেরা

পল্লব ছুঁয়ে ছুঁয়ে কিছুটা সবুজ হয়েছিলাম
তবু ধূসর পথেই কেটে গেল সাদামাটা জীবন
জানি, এখনো কিছুটা পথ হেঁটে যেতে হবে…
পথের বাঁকে রিফ্লেকশন, অন্য অনুভূতি
পর পর ঢেউ এসে লাগে, আমি উঠি না
যতটুকু থেমে থাকা যায়, এই শ্রান্ত অবেলায়
যতই থাকুক মনে অনমনীয় নিদারুণ অবিশ্বাস
ফুটিফাটা মাটিতে ফোটা হলুদ অর্কিডের কাছে
শিখেছি এসব গোপন কথা, আর এস্রাজ সুর
তির্যক আলো বিক্ষোভরত, পূর্ণিমায় গাঁটে ব্যথা
ফিরে ফিরে আসে তবু কিছু প্রিয় ফুল, রঙ
রঙ খেলবার সখ, হাতের মুঠোয় যজ্ঞের ছাই
নৌকার গায়ে, —সমুদ্র থেকে জন্ম নেওয়া
যত সুদৃশ্য ফোয়ারা, যত উথাল পাথাল ঢেউ
সব মিশে গেছে আবার সমুদ্রের জলে
চৈত্রের কাছে কেমন বিকিয়ে যাচ্ছি দেখো—
তীরে এসে ভিড় করে শুধু ঝরে যাওয়া ধূসর পাতা!

টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ০৮|১০|২০২২

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *