DIPAK BERA

দীপক বেরা

এই দহনবেলায়
দীপক বেরা

পাখির নিপুণ শিকারি ঠোঁট চেপে রাখে
ঘাড়ভেঙে ঝুলে থাকা নিস্তেজ গিরগিটি।
কী সুসমঞ্জস ঐক্যের এক শব্দহীন ছবি
টপাটপ কেউ মরে যায় ক্ষণে ক্ষণে,
কেউ বেঁচে যায় প্রাণে, খাদ্য আহরণে
কেউ দেখে যায় ঠায়, অপলক শিহরনে!

নারী ভাঙে বিভঙ্গ, অপরূপ দেহসৌষ্ঠব।
চেতনা ভাঙছে মর্মমূলে, দ্রোহকালে
খন্ডিত আঁধারে ডুবে কেউ চোখ রাখে—
অনধিকার চর্চায় সীমাহীন সীমাবহির্ভূত দৃশ্যে
গোপন চানঘরে নেশাতুর চোখের অভিলাষে!

গিরগিটি, পাখি ও আমি…
মিলেমিশে যাই গল্পে ছবিতে দৃশ্যে।
এই ঘটমান দৃশ্য, দর্শন ও দর্শক, — এক
সমানুপাতিক সমবায়ী দৃশ্যের আপতনে
লটকে আছি সবাই সময়ের চিত্রকলায়
নিষ্ক্রিয় ভূমিকায়, শতাব্দীর এই দহনবেলায়!

টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ২৯|০৯|২০২২

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *