শীতের বুড়ি প্রবীণ ছুড়ি
দেখাও নবীন ঝাঁজ,
তোমার জন্য কষ্টে থাকি
বন্ধ করি কাজ।
শিশু অনাথ রোগ ক্লিষ্ট
ছিন্ন যত লোক,
দেখাও তাদের নিষ্ঠুরতায়
ক্রুদ্ধ তোমার চোখ।
পিঠে,পুলি মাংস রুটি
ধনীর সাথে খাও,
তাদের ঘরে আরাম করে
সুখে নিদ্রা যাও।
আমরা যারা নিঃস্ব অতি
কষ্ট-ক্লেশে বাঁচি,
এদের জন্য কেউ কাঁদে না
কাঁদায় আরও যাঁচি।
শীতের বুড়ি তোমার জুড়ি
হয় না কেহ আর,
আরাম কর আয়েশ কর
ধনীর ধর ধার।