Dhrubajyoti Ghosh

ধ্রুবজ্যোতি ঘোষ

সৌখিন কাঁটা

ধ্রুবজ্যোতি ঘোষ

সৌখিন হাতে তরবারি দেখে
উঠেছে স্লোগান বর্জন করো কবিতা
কবিতা সভ্যতার অলস জঞ্জাল
কবিদের হাতে খুন হয় মানবিকতার মোহিনী আড়াল!

কেড়ে নাও কবিতার স্বাধীনতা
কেড়ে নাও কবিতার স্বপ্ন বিলাসিতা
কেড়ে নাও কবিদের আরামকেদারা!
ওরা সমাজের দূষিত ক্ষত,
কবিদের দাও চির নির্বাসন।

কবিতা যে মানে না মানুষের মনের সীমানা…
কবিতার হাতে যে নেই অন্ধ পতাকা,
কবিতার যে নেই মূর্খ সামাজিকতা,
কবিরা সব বাইরের লোক।

এসো পৌরুষ ছুঁয়ে
এসো প্রণম্য শালগ্রাম শিলা ছুঁয়ে
শপথ করি জাতি ধর্ম সংঘ নির্বিশেষে
কবিদের আনো ফায়ারিং স্কোয়াডের সামনে,
পোড়াও চিতার আগুনে পৃথিবীর সব কবিতা।

কবিতা অকিঞ্চনের হাতে দিয়ে শ্লাঘাসিক্ত মুষ্টি ভিক্ষা
বিনিময়ে ভিক্ষা চায় না পাতাজোড়া আত্মবিজ্ঞাপন

কবিতার আছে শুধুই খোলা মন
হাতে নেই অন্য কোনো উপকরণ,
তার তো নেই কিছুই আর হারাবার রক্তক্ষরণ

অনেক হিংস্রতায় বিদ্ধ হয়ে পৃথিবীর পথে
কবিতা হেঁটে চলেছে আজও…
তার কাঁধে ওরা এখনো রেখেছে রক্তঝরা ক্রুশ,
হাঁটবে আরো হাজার হাজার বছর
আবহমান কাল ধরে…
কবিতাই তবু প্রশ্ন করে নির্ভয়ে
রাজা তোর কাপড় কোথায়?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *