
সেই সময়
ধ্রুবজ্যোতি ঘোষ
একটা সময় ছিল
যখন একটা সুখটানের সন্ধানে
সূর্যের কাছে চাইতাম আগুন
একটা সময় ছিল
যখন কুরোসোয়ার রশোমন
আমাদের তাড়িয়ে নিয়ে গেছে হাঁটাপথে
যাদবপুরের ঝিকিমিকি প্রক্ষেপণে
একটা সময় ছিলেন
ফিল্ম ফেস্টিভ্যালের আবছা নীল ছবির হাতছানি
সারা রাত রাস্তায়
বৃষ্টির সাথে খেলেছে লুকোচুরি
একটা সময় ছিল
যখন গড়িয়াহাটের মোড়ে ছিল
কলকাতার ভয়ারিজমের ব্যস্ততম দরবার
একটা সময় ছিল
ডোভার লেনে ঘুম জড়ানো চোখে
ফ্যাশন
রাতভর গান শোনার
একটা সময় ছিল
যখন নির্জনতার খোঁজে বসন্ত কেবিনে
তোমার ভ্যানিটি ব্যাগ কাটতো ডুবসাঁতার
তবুও অঙ্ক মেলানো ভার…
স্বপ্ন যে এত নিষ্ঠুর হয়
জানা ছিল না আমার।
ঈশ্বরেরা যে এত নশ্বর
সময় ছিল না ভাবার।

খূব ভালো লাগলো