রোজ নামচা ভালোবাসা
দেলোয়ার হোসেন সজীব
আমার দিন লিপিতে তুমি নামের একটা মানুষ জায়গা করে নিয়েছে..
যার আসা যাওয়া অবিরাম আমাকে নিয়ে চলা,
আমি যেখানে তাকাই,যেখানে যাই, তুমি নামক মানুষ টাকে পাই
মনে হয় দিনলিপি তে তুমি নামের মানুষ টা সংসার পেতেছে।
আমার ভালো লাগা, খারাপ লাগা তোমাকেই কেন্দ্র করে,
তুমি হাসলে যেন আমি হাসি,তুমি কাঁদলে যেন অঝরে কাঁদি..
রোজ একটা ভালো সংবাদ শুনলে আমি ভালো থাকি,
আবার রোজ একটা খারাপ সংবাদ শুনলে খারাপ থাকি।
এ যে কোন মায়া কোন ছায়া আমায় ঘিরেছে জানিনা…
আমি যেন তুমি ছাড়া এক দন্ড ভালো থাকিনা,
প্রতিনিয়ত তোমার সাথে কথা বলার ইচ্ছা,
প্রতি নিয়ত তোমাকে ঘিরে থাকার ইচ্ছা।
আমি কারণ বারণ, সব ছাপিয়ে তোমাতে বিভোর
তোমার জন্য ব্যস্ত অস্থির আমার অন্তপুর,
জানিনা কেনো তোমাকে ঘিরে থাকার এতো বাসনা!
হয়তো বা তুমি আমার রোজ নামচা ভালোবাসা।