
পরিবর্তন
দীপ দাস
অজস্র সব প্রেমিক প্রেমিকাদের মাঝে ,
স্বপ্নেরা তো হাজারো রকমের গল্প বোনে ।
তিলোত্তমা গল্প লেখে শহরের বুকে ,
দিবাস্বপ্ন যে খেলা করে হাজারো প্রেমিকের চোখে।
সময়ের ঘষা লেগে চলে পরিবর্তনের খেলা,
ভালোবাসার শহরে প্রেমিক প্রেমিকাদের মেলা
পরিবর্তন শেষে আজও পাল্টাই নি সেই পার্কের সিট , আজও পাল্টাই নি সেই মাঠ,
পাল্টাই নি সেই চায়ের দোকান, কিংবা গঙ্গার ঘাট…..।
ভালোবাসার শহরে যে কিছুই পাল্টায় না,
যেমন পাল্টায় না ক্যালেন্ডারে বারো মাস…
ভালোবাসার অনুভূতি যে একই থাকে,
পরিবর্তন তো হয়ে শুধু চরিত্রের ….
একসঙ্গে হেঁটে চলাও যে একই থাকে,
পরিবর্তন হয়ে যে শুধু হাতের ।
ঠোঁটদুটো যে একই থাকে , পরিবর্তন তো আসে নামে ,
তবুও মানুষ ভালোবাসে , গল্প বোনার মাঝে ।♥️🍁
দীপ দাস
(বিধাননগর কলেজ,
প্রাণীবিদ্যা বিভাগ)