#এইসময়ের অতি প্রাসঙ্গিক একটি লেখা
#বাংলা ননসেন্স পোয়েট্রির জনক কবিবর সুকুমার রায়ের ৯৮তম প্রয়াণবার্ষিকীতে আমার একটি ননসেন্স কবিতায় বিনম্র শ্রদ্ধাঞ্জলি…..🙏🙏🙏
——————————————————–
অদ্-ভূত # দেব চক্রবর্তী
বোম্বাগড়ের রাজার নাকি এক যে ছিল পিসি
রাতদিন সে ঘুমের ঘোরে খুঁজতো খালি শিশি ।
তাঁর যে এখন ভাগ্নীজামাই হুক্কাহুয়া ডাকে
পটাশপুরের খটাস এসে মারল বেদম তাকে ।
ট্যাঁশগরু আর হাঁসজারুরা কাঁপতে থাকে ভয়ে
কথা কওয়া নিষেধ জেনো দিনগুলো যায় ক্ষয়ে ।
পাগলা দাশুর হুকুম লেখা একুশের এক আইনে
রাতেতে না জাগলে পরে ফাঁসবে নাকি ফাইনে ।
এসব কথা লিখছিল সেই চালতাতলার খুড়ো
অমনি তাঁকে ধরে পেটায় বেহ্মদত্যি ছুঁড়ো ।
এসব দেখে কুমড়োপটাশ নাচতে থাকে বেশ
তাই দেখে আজ অক্কা গেল পঞ্চাবুড়োর মেষ ॥