Chhannachara

শিরোনাম – জন্মদিন (পঁচিশে বৈশাখ)
কলমে – ছন্নছাড়া
তারিখ – 9/5/22

সকাল থেকে আজ সকলের ব্যস্ততা ভারী,
তোমায় করবে স্মরণ এ যে প্রস্তুতি তারই!
ফুলে ফুলে মালা গেঁথে পড়াবে তোমায়,
চন্দনে সাজাবে, সুগন্ধী ধূপ ধরাবে সেথায়।
তোমার লেখায় করবে সবাই তোমাকেই স্মরণ,
এভাবেই সকলের শ্রদ্ধাঞ্জলি ছুঁয়ে যাবে তোমার চরণ।
তোমার কলম লিখে গেছে যা, সে তো কম নয়,
যত পড়ি, যত বুঝি, তবুও ধাঁধাঁ মনে হয়,
তোমারে বোঝার, জানার চেষ্টা চলে এখনও নিরন্তর,
তবু তোমার গভীরতার তল পাওয়া সত্যই দুষ্কর।
কবি নও, নও শুধু গল্পকার বা গীতিকার,
আজও তাই তোমার অবস্থান, মন জুড়ে সবাকার।
সকলের ভাবনা জুড়ে তুমি আছ, চেতনে, মননে,
তুমিই যে ধ্রুবতারা বাংলার সাহিত্য গগনে।
তোমাতেই হয় দিন শুরু, তোমাতেই তার শেষ,
গভীর ঘুমের মাঝেও ছড়িয়ে থাকে তার রেশ।
তুমি আছ, তুমি থেকো, এভাবেই মনের সবটা জুড়ে,
তোমাতেই ভালো থাকা, দুঃখ কষ্ট রেখে দূরে।
চারিদিকে নাগিনীরা আজও যখন ফেলে বিষাক্ত দীর্ঘশ্বাস,
শান্তির ললিত বাণী মাথা কুটে মরে, করে পরিহাস,
তারও মাঝে তোমার সুরে স্বান্তনা ফেরে মনে,
তোমাকে স্মরণ করে আপামর বাঙালি বেঁচে থাকে সর্বক্ষণে।
আজ বছর পরে তোমার জন্মদিন আসলো আবার ফিরে,
পঁচিশে বৈশাখ, সে তো আনন্দের ক্ষণ, আমাদের বাংলার ঘরে ঘরে।
তোমার আছে শুরু, নেই তো কোথাও তোমার শেষ,
এভাবেই তোমাতেই পাই যেন চিরকাল বাঁচার আবেশ।

সমাপ্ত
# স্বত্ব সংরক্ষিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *