শিরোনাম – শরৎের আগমন
কলমে – ছন্নছাড়া
তারিখ – 4/9/21
শরৎের আগমনে, নীল আকাশে সাদা মেঘ আসে,
পেঁজা তুলোর মত এদিক থেকে ওদিকেতে ভাসে।
মনের স্বপনেরা তাদের সাথে ভাসিয়েছে কল্লনার ভেলা,
ভেসে ভেসে কেটে যাবে যেন এভাবেই সারাবেলা।
শরৎের আগমনে, নদী তীরে কাশবনে সাদা ফুলদল ,
ফুটে উঠে সবুজের বুকে পাতে যেন মখমল!
বাতাসেতে সেই মখমল গালিচায় লাগে যেন দোলা,
বিভোর হয়ে দেখে দেখে কেটে যায় সারা বেলা।
শরৎের আগমনে লাগে বনে বনে শিউলি ফোঁটার মেলা,
রাতের আঁধারে ফুল ফুটে ঝরে পরে ভোর বেলা।
শিশির ভেজা ঘাসের উপর থেকে শিউলির সুবাস আসে,
সকলের মনকে মুগ্ধ করে তা সকল যাতনা নাশে।
শরৎের আগমনে, ধান ক্ষেতে আসে সবুজের সমারোহ,
বাতাসে বাতাসে দুলে তা রচে সঙ্গীতের আবহ।
পরন্ত বিকাল পার হয়ে যায় তার পাশে বসে,
প্রকৃতি প্রেম যেন তখন আমায় বাঁধে তার টানে, কষে।
শরৎ আসলে বাতাসেতে ভাসে আগমনীর সুর,
দুপুরের রোদ্দুরে সে যেন কোনো রাখালিয়া বাঁশির সুর।
সুখের আমেজ আসে, বেদনা হয় যে দুর তাতে,
আপামর জনতাও ভাসে বাঙালির শ্রেষ্ঠ উৎসবেতে।
——@@@——
# স্বত্ব সংরক্ষিত।