Chhannachara

শিরোনাম – ভালোবাসা “তুমি”
ছন্নছাড়া —– ছন্নছাড়া
তারিখ – 29/8/21

সেই কবে তোমারে দিয়েছিলাম ঠাঁই আমার হৃদয়ের গোপন অতলে!
জানবার চেষ্টা তুমি করেছিলে কতরকমের ছলে!
বেকার বলে বলতে পারিনি তোমায় আমার মনের সেই কথা!
যদি তুমি ছেড়ে গিয়ে দাও ব্যথা!
তবুও তুমি হয়ত বুঝেছিলে তোমার প্রতি আমার সেই টান,
ভালোবাসাতেই ভরে ছিল আমার এই প্রাণ।
সে ভালোবাসা শুধু তোমার জন্যই, হৃদয়ে লেখা তোমারই নাম,
পাশে থেকে তুমিও দিয়েছিলে ভালোবাসার দাম।
তুমিও কোনদিন জানতে দাওনি আমাকে, তুমিও আমায় এত ভালোবাসো।
তাই আজও তুমি আমার পাশেতেই আছো।
মুখেতে বলতে পারিনি তোমায় কোনদিন তোমাকে আমি যে ভালোবাসি
তুমিও বুঝেছ না বলা কথা, রয়েছ পাশাপাশি।
আজ আমি বেকার নই, পেয়েছি জীবনে যত কিছু প্রয়োজন।
তবুও বলব, তুমিই আমার শ্রেষ্ঠ ধন।
তোমাকে পেয়েছি জীবনে চলার পথে, এভাবেই
চিরসাথী হয়ে থেকো,
তোমার ভালেবাসায় এভাবেই আমাকে ভরিয়ে রেখো।
তুমি ছাড়া যা কিছু আমার আছে, যদি না থাকে,
সেদিনও দিও স্হান তোমারই ঐ বুকে।
আমিও তোমাকে রেখেছি যেমন জীবনের সুখ দুঃখের চিরসাথী করে,
তুমিও পাশে থেকো এভাবেই আমার ঘরে।

—-@@@—-
# স্বত্ব সংরক্ষিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *