Chhanda Paul

জন্মদিনে

কলমে-ছন্দা পাল

তারিখ –১২ই জুলাই ২০২২

———————————-

বকুলগুলো ঝরছে দেখো

কুঁড়িগুলো তবু দুলছে শাখায়

এমনি করেই তুমিও রবে জীবন তরুর প্রতিটি শাখায়।

তোমার অমল হৃদয় মাঝে হাজার তারা জ্বলছে

দেখো—

অসীম আকাশ ব্যেপে রয়েছে স্বচ্ছ স্নিগ্ধ

নির্মল বায়।

সাগরের ঐ খেয়ালী জোয়ার আসে আর যায় 

নিয়মমাফিক!

এক জীবনে আলোয় আলোয় আলোকিত

হোক জীবন তব।

বিশ্বমাঝে অরূপ রতন একটি হলেও কুড়িয়ে পাবে।

বকুল গুলো ঝরবে ,তবু  আবার নূতন হয়ে

ফুটে উঠবে!

জীবন-তরী বাইতে হবে একাকী এই বিশ্বজুড়ে–

প্রিয় নয়কো কেউ এখানে, সকলেই তো

প্রয়োজনের।

আকাশ, বাতাস, সাগর, পাহাড় ডাকছে তোমায়

আপন করে–

এগিয়ে চলো ঘুচিয়ে পিছুটান ক্ষণিকের, মিথ্যে

অসার সংসারে।।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *