পাখিটা (গদ্য কবিতা)
ছন্দা পাল
তারিখ-০৭/০৭/২০২২
বহুদিন হলো পাখিটা আসছে না
কেন আসছে না তা জানি না।
আগে প্রতিদিন এসে—
আমার উঠোনে খুঁটে খুঁটে দানা
খেতো, বাটিতে রাখা জল খেতো।
আমি অবাক হয়ে ওকে দেখতাম আর
ভাবতাম,পাখিটা কেমন ভালোবাসা বোঝে!
ওকে দানাপানি দিয়ে আমার বুকের
গহীনে জমে থাকা কষ্টগুলো অনেক
কমে যেত, বুকের ভেতর টা হালকা লাগত।
ভালো লাগতো এই ভেবে আমি একা নই
আজ মনটা বড়ই ভারাক্রান্ত হয়ে আছে
কোনো কাজে মন বসাতে পারছি না কিছুতেই!
কেন পাখিটা আসছে না,তবে কি—–
না,আর ভাবতে পারছি না।
একটা বই নিয়ে মন বসাতে চেষ্টা করছিলাম
হঠাৎ সেই চেনা সুর, আমি ছুটে বাইরে এলাম।
দেখি পাখিটা কাৎ হয়ে আমার দিকে চেয়ে আছে
ওর বাঁদিকের ডানাটা ভেঙে গেছে,কষ্টে ওর
চোখদুটো ঘোলাটে হয়ে গেছে তবু কাতরাতে
কাতরাতে ও আমার কাছে এসেছে, আমি আলতো
করে ওকে হাতে তুলে নিয়ে ওর ক্ষতস্হানে
হলুদগুঁড়ো লাগিয়ে দিলাম ও কেমন যেন
আশ্চর্য দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলো।