মৃত্যুসংবাদ।
ছন্দা পাল।
তারিখ–০৬/০৭/২০২২
এমন ভোর আমি কখনো চাইনি—
যে ভোর আমাকে মৃত্যুসংবাদ দেয়!
এমন ভোর আমি কখনো চাইনি,
যে ভোরের রোদে মনখারাপের গন্ধ
লেপে থাকে,যে ভোর সকাল হবার আগেই
দিনটাকে বেদনায় ঢেকে রাখে।
এমন ভোর আমি কখনো চাইনি,যে ভোর
আকাশের নীল রং টাকে বিষন্নতায় মুড়ে দেয়–
এমন ভোর তো আমি কখনোই চাইনি,
যে ভোর জীবন থেকে একটি জীবনকে
সহসা নিঃশব্দে নিশ্চুপে ঝরিয়ে দেয়।
এমন ভোর আমি কখনো চাইবো না—
যে ভোর আকস্মিক মৃত্যু কে সাজিযে তোলে বৃষ্টি-স্নাত দোলনচাঁপার শুভ্রতাময় সকালে!!!