
সে আর ফিরবে না
ছন্দা পাল
ফিরবে না আর সে কখনো–
কথা কবে না ভীরু দৃষ্টি মেলে
জীবনের সব কথা তার শেষ।
সুদূর অজানায় মেলেছে ডানা
পরপারে গড়ে নিতে নিজ- ঠিকানা !
বহুকাল প্রবাসে রয়ে নিজেকে,
করেছে ক্লিন্ন, অভিমানে ক্ষতবিক্ষত
ভাবেনি এ’কেমন আত্ম-নির্যাতন
অন্তরে অন্তরে প্রিয়জনের ব্যথায়,
হয়েছে ব্যথিত একাকী, নির্বাসনে —
শুধু একরাশ ক্ষোভ বুকের গহীনে নিয়ে
না ফেরার দেশে দিল সে পাড়ি,
পিতা-মাতারে দিয়ে ফাঁকি চিরতরে
হারিয়ে ফেলল নিজেকে জীবন শুরুর প্রারম্ভে
নীরবে নিথর হয়ে গেল অবুঝ অসুস্থ সন্তান
এক ,চলল একা অনন্ত অসীম মহাশূন্যে!
