Chhanda Paul

ছন্দা পাল

সে আর ফিরবে না

   ছন্দা পাল

ফিরবে না আর সে কখনো–
কথা কবে না ভীরু দৃষ্টি মেলে
জীবনের সব কথা তার শেষ।
সুদূর অজানায় মেলেছে ডানা
পরপারে গড়ে নিতে নিজ- ঠিকানা !
বহুকাল প্রবাসে রয়ে নিজেকে,
করেছে ক্লিন্ন, অভিমানে ক্ষতবিক্ষত
ভাবেনি এ’কেমন আত্ম-নির্যাতন
অন্তরে অন্তরে প্রিয়জনের ব্যথায়,
হয়েছে ব্যথিত একাকী, নির্বাসনে —
শুধু একরাশ ক্ষোভ বুকের গহীনে নিয়ে
না ফেরার দেশে দিল সে পাড়ি,
পিতা-মাতারে দিয়ে ফাঁকি চিরতরে
হারিয়ে ফেলল নিজেকে জীবন শুরুর প্রারম্ভে
নীরবে নিথর হয়ে গেল অবুঝ অসুস্থ সন্তান
এক ,চলল একা অনন্ত অসীম মহাশূন্যে!

https://bangla-sahitya.com/post/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *