Chhanda Paul

ছন্দা পাল

মানুষ ——

 ছন্দা পাল।

বহুযুগ ধরে পথে পথে ঘুরে মরছি
শুধু মানুষ ধরার ইচ্ছে নিয়ে —
হাঁটছি,থামছি,ছুটছি , মানুষ খুঁজে খুঁজে
বৃথা পন্ডশ্রম‌ বুঝি; পাইনি আজো।
এ’আমার অযথা প্রচেষ্টা নয় জানি
জানি আমি সেইদিন আসবে একদিন,
খুঁজে পাব বহু মানুষ এ’পৃথিবীর মাটিতে।
হন্যে হয়ে তাই খুঁজে চলেছি—
ক্লান্তিহীন পথচলা, তবু অসম্ভব কিছু নয়।
মানুষ রয়েছে প্রচুর, শুধু চিনে নিতে হবে
আত্মার সম্পর্ক গড়ে ,প্রাণের মমতার বন্ধনে
জড়িয়ে নিয়ে আঁকড়ে ধরতে হবে তারে!
বহুকাল হয়ে গেল পথে পথে চলেছি
মানুষেরে খুঁজে খুঁজে, ক্লান্ত চরণ —
বিশ্বাস বুকের গভীরে একদিন আসবে সুদিন
সেদিন মানুষ পাব হাজারে হাজারে,
পথে পথে, জীবনের অদেখা প্রান্তরে!

https://bangla-sahitya.com/post/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *