Chhanda Paul

অন্তহীন ব্যথা।
ছন্দা পাল।

এতোবড় পৃথিবীটাকে এক পাল্লায় রেখে,
তোমাকে রেখেছিলাম আর এক পাল্লায়।
প্রকৃতির বৈচিত্রের সাথে তোমার তুলনা রেখেছি।
বিস্তীর্ণ পথ হেঁটে ক্লান্ত হয়ে তোমার ছায়া ছুঁয়েছি।
অকালে হারিয়েছি কত একান্ত আপনজনেরে—
অসীম প্রত্যয়ে বুকের গহীনে পেয়েছি তোমারে।
তুমি, শুধু তুমি, জীবনের ধ্রুবতারা মেনেছি সতত—
তোমার নির্মল চিত্ত বৃষ্টি-স্নাত কুন্দফুলের মত পবিত্র!
ধরিত্রীর যত কলুষতা চেয়েছো সরাতে দুহাতে—
ভুল বুঝে করেছে সকলে অভিসম্পাত দিনে-রাতে।
পারিনি বোঝাতে কারেও তোমার নির্দোষ প্রয়াস—
তবু করে গেছি নিষ্ফল প্রচেষ্টা দিগন্ত ব্যাপী আকাশ।
কেন বুঝেও বোঝোনা , কেন এ আত্মগ্লানিতে আহত
কেন এতো অভিমান ,একসমুদ্র জলরাশি সম??
বিশ্বাস আর ভরসা নয়ত মিথ্যে , অন্তহীন ব্যথা মম।।

২৫/০৯/২০২২ রবিবার।
সন্ধেবেলা-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *