গিরগিটি — রনেশ রায়

গিরগিটি কি নিশ্চিত  উচ্ছিষ্ট এই রাজপ্রসাদে! রাজা আসে রাজা যায়  সে ভয়ে মরে  কাল যদি রাজা বদলায়! খবর আসে  গিরগিটি রং বদলায়  রাজার বার বেলায়  সে থাকে অপেক্ষায়  কখন এ রাজা যায়।