জানি সবে —- মিজানুর রহমান মিজান
আসা যাওয়ার এ ভবে কে কোথা রয়েছে জানি সবে।। মানুষ আছে এমন কিছু উপযাচক হয়ে নিবে পিছু উটতে দেয়না টানবে নিচু সব জাগাতে গন্ধ নিবে।। ভালবাসার ভান করে সর্বদা ভোরের বেলা বানায় সন্ধ্যা অন্তরে পোষে মন্দ ধান্ধা ভাবে সদায় চুষে খাবে।। সুযোগ খোজে মনের মতো স্বার্থের গন্ধে লিপ্ত যতো মরিয়া সে দখল নিতো মিথ্যা স্বপন …