বন্ধু হবার — মিজানুর রহমান মিজান
ভাবি শুধু সকাল সন্ধ্যা হতে পারে অনেক কিছুর ধান্ধা জীবন থেকে অন্ধকার।। কারনে অকারনে সবার সাথে হয় দেখা হয়তো শুরু নয়তো জোর করে ভাল থাকা আছে ভাল তবুও সবার।। ফাগুণ আসে আগুন রোদে সারি সারি সবাই ঘর বাঁধে আপন ঘরে বারে বারে ব্যস্ততার কারবার।। বৃষ্টি থামার আশার আশে সুখ মিলাবো ভালবেসে দিনমান যায় ভেসে কাছে …