চাটুকার — ডি কে পাল

এলো মেলো হাওয়া বয় কারো পোয়া বারো হয়, কারো বাড়ে মেদ ভুড়ি চর্বি; আগা- গোড়া চাটুকার জানে না ও হাঁটু কার, ঠিক তুই অকালেই মরবি! নেড়ে-চেড়ে লেজটাকে সারমেয়ী তেজটাকে স্বভাবেই চাটুতে মত্ত; জানো না কি পরিণাম মুখে নেই হরিনাম নিজে খোড় মরণের গত্ত।