ভাসি নীরে — মিজানুর রহমান মিজান

জ্বলে আগুন অন্তরে সমতালে বাহির ভিতরে।। মলিন হল দেহ পুড়ে সে কেন থাকে গো দুরে ছাই হলাম দহন জ্বালা সয় নারে।। জপলে নাম পুরে মনষ্কাম জানি না লইতে প্রেমনাম যিনি সমদৃষ্টিতে ভালবাসেন অকাতরে।। সর্বপ্রাণী দয়া পায় ভাসে অবনী নিরালায় নিত্যানন্দ প্রেমদাতা ভাগ্যে চাকা ঘুরে।। সমতার স্বভাব তান লাগাতে পারলে টান কর্মদোষে শিকা ছিড়ে ভাসি নীরে।।