কোকিল মরে না — বিশ্বনাথ পাল
কোকিল মরে না কোন কালে শুধু নেয় বিশ্রাম, দীর্ঘতর জীবনে গান গাওয়ার সাময়িক ছেদ। সুরলোকের সাধিকা তুমি মহাতপস্যা বলে করিলে যে গানের সৃজন। কান্তিময় ক্লান্তিক্ষয়কারী সুরের জাদুতে মাতালে ভুবন। তপস্যা নিগঢ়ে বাঁধা এই আলোক মালায় তাপিত মানুষেরে জিনিলে হেলায়। সপ্তডিঙা ভেদ করি– উদরা মুদরা তারায় ভরিলে কণ্ঠ তব। যে জাদুময় কণ্ঠের গানে আকুলি বিকুলি করে …