আলো হব // ডি কে পাল
আলো হয়ে সঙ্গ দেব সবার সাথে; অন্ধজনে পথ দেখাব অমা রাতে। দুঃখগুলি দাওনা তুলি আমার মনে; মানবতার বীজতলা দেই হৃদয় বনে। নিজের কষ্ট আর কালিমা সঙ্গোপনে, গোপন রেখে হাসি দেব সকল প্রাণে। আমার শুধু তোমার কাছে এই মিনতি, সঙ্গ ছেড়ে আর ক’রনা নিজের ক্ষতি। বই পুস্তক সঙ্গী-সাথি সৎ না হলে, পাপের বোঝায় হবেই ভারি জীবনথলে। …