ব্যস্ত তার খোঁজে — মিজানুর রহমান মিজান
মানব হয়ে জন্ম নিয়ে করলে কি সকল পেয়ে দেখ না চেয়ে চক্ষু বুজে।। রসিক সুজন বসে আছে সবই তার জানা আছে জগত জুড়ে যে বিরাজে।। পূর্ণিমার চাঁদ আলো ছড়ায় সে বিনে কে আছে ধরায় প্রেম-প্রীতির গান গায় সকাল সাঁঝে।। সে বিনে আমি বাঁচি না বন-বনানী কেউতো ছাড়া হয় না শয়নে স্বপনে সদা ব্যস্ত তার খোঁজে।।