ভাল থাকা — মাধব মন্ডল
যা কিছু তোর থাকছে পড়ে এই হাতে দিস না হয় তুইই কুড়িয়ে নিয়ে তার হাতে দিস যার না ভীষণ দরকারিই যার না ভীষণ দরকারিই ছোট থেকেই হাতটা ধরিস জোরটা দিসই শিক্ষায় শিরদাঁড়াটা হলে সোজা কেউ যাবে না ভিক্ষায় শুধু শুধু মরবি কেন নিজের কথা ভেবে ভেবে বাড়বে সুগার বাড়বে প্রেশার আনন্দ তোর কেড়েই নেবে