তোমার অবহেলা — সীমা চক্রবর্তী

এখনো বয়ে যাই তোমার আদর মাখা ভালোবাসার চিহ্ন,  তবু পারিনা জুড়তে তোমার দেওয়া হৃদয়ের শত ছিন্ন। নিরাশার মেঘ স্বপ্নের বুক ছুঁয়ে পুড়িয়ে দিয়েছে বিবেক নগ্ন চোখের হাহাকার ঘিরে মৃত্যুর কটু গন্ধ অনেক।  চুপকথার শিশির ভেজা মনে,  জ্বলে দাবানলের আগুন স্মৃতির কুঞ্চিত গলিপথে,  নির্দ্বিধায় পলাতক ফাগুন।  রাত জাগা তারারা পাঠায় বৈতরণী পারের ঠিকানা, বিকর্ষণের টানে হলদেটে …

তোমার অবহেলা — সীমা চক্রবর্তী Read More »