হেমন্তে — বিশ্বনাথ পাল
অস্তিনে গুটানো বারুদ নেই আর আপাতত শান্ত তরল সোনার মত নদী চিকচিক। সর্পিল গতি তার সদা ব্যস্ত শীতের সম্ভারে সাজাতে জগৎ। আনন্দীর দোকানে ধূমায়িত চায়ের টানে আমরা জনাকতক দাঁড়িয়ে রয়েছি ঠায়, শুকনো পাতার খসখস শব্দে ট্যাপখোলা কল থেকে চূড়ান্ত অপচয় দেখেও জীবনে – – – – হাত গুটিয়ে থাকি। কেন না আমাদের কুলঙ্গিতে লুকানো নেই …