বাক্স ভর্তি স্বপ্ন — সুকান্ত দাস
কাপড়ের একটুকরো ন্যাকড়া করে মুছে দিলাম মরচে ধরা আকাশ এক গণিকার গায়ের গন্ধে মৌমাছির বচসা গাছের ডগায় .. এখন মায়ের দুধের স্বাদ বৃদ্ধাশ্রম উপভোগ করছে শীতকালে কুয়াশার দাপটে ফুলের পাপড়িগুলো লুকিয়ে পড়েছে পাতার আড়ালে তুমি দীর্ঘকাল খালি পায়ে ঝাঁট দিচ্ছো ধুলোজমা উঠোনে কাঠপিঁপড়ের কামড় তোমার হাতের উষ্ণ স্পর্শ গলে গেলো শরীর ঘুমন্ত গিনিপিগ অনাথ শিশুর …