সেইদিনে // সুব্রত মজুমদার
তোমার জন্য যেঘর বেঁধেছি নন্দনে আমার বুকের গভীর মন্দ্র স্পন্দনে সেই ঘরে শুধু আমরা দু’জন মুখোমুখি, যুগ যুগান্ত আবদ্ধ প্রেম বন্ধনে।। অলক্তপায় আমার কুটির প্রাঙ্গণে ছাপ রেখে যাও মত্ত হিয়ার অঙ্গনে, সেই অঙ্গনে যতেক দিবস শর্বরী লুটায় বাতাস স্নিগ্ধ জ্যোৎস্না চন্দনে।। একদিন যেনো নিমপ্যাঁচাদের ক্রন্দনে হবে শিহরণ ভীরু দূর্বল সব মনে। সেইদিন তবু আমার মনের …