শব্দ ও কথা — শর্মিষ্ঠা গুহ রায়(মজুমদার)।
খটরমটর শব্দ,তাতেই আমি জব্দ।ব্যাকরণ এর বই,হারিয়ে ফেলি খেই।শব্দ মেলাই কষে,মগজ খানা চষে।ভাষার গুরুপাঠ,যেন তোষক বিনে খাট।সহজসিধে বুলি, যেন আলতো রঙের তুলি।মন দোয়াতের কালি,সাদাপাতায় ঢালি।
খটরমটর শব্দ,তাতেই আমি জব্দ।ব্যাকরণ এর বই,হারিয়ে ফেলি খেই।শব্দ মেলাই কষে,মগজ খানা চষে।ভাষার গুরুপাঠ,যেন তোষক বিনে খাট।সহজসিধে বুলি, যেন আলতো রঙের তুলি।মন দোয়াতের কালি,সাদাপাতায় ঢালি।