মাধব স্যারের কীর্তি —— ডি কে পাল
আজকে আমি অনেক বড় উচ্চতারও উচ্চে; শিশুবেলা কাটতো আমার অবজ্ঞা আর তুচ্ছে। পড়া লেখায় মন বসেনি দরিদ্রতার জন্য; উপহাস আর অবহেলায় হ’তাম হীনম্মন্য। অর্ধাহার আর অনাহারের দূঃসহ দিনগুলি; অনটনের ঘনঘটায় পাঠ্য যেতাম ভুলি। মহান গুরু, মাধব আমার তুললো আমায় টেনে; পিতা-মাতা কেউ ছিলনা সকল দিলেন এনে। অর্থ দিয়ে শিক্ষা দিয়ে নিলেন আমার দায়, অন্ন দিলেন,বস্ত্র …