বিত্তের বাড় — ডি কে পাল

বুদ্ধি,বিবেক,মানবতার দেয়ালে, চিত্তকে আজ বিত্ত মারে বেহালে; লাজ-লজ্জার মাথা খেয়ে মানবরূপী  দানব হয়ে, মূল্যবোধের লাগাম টানে শিয়ালে।