নিঃসঙ্গ ——– শ্যামল কুমার রায়
শুকনো পাতা, মর্মর ধ্বনি নিস্তরঙ্গ জীবন,শুধুই অশনি। আলো নেই, ছায়া পথ পথ হাতড়ায় এক অসহায়। কর্পোরেট হাসপাতাল, একলা বেড এ ভরসার হাত খোঁজে বুড়ো বয়সে। সময়ের শিক্ষা কঠিন বড়ো না শিখলে মূল্য দড়ো। মান অভিমান ছেদ টেনে আনে সম্পর্কের মাঝে শীতলতাও আনে। রোগ জ্বালা থাকেই জীবনে ভরসার হাত ধন্বন্তরি এখানে বাহু, অর্থ- দুই বল এরা …