কিছুটা সময় আছে —- সুমিত মোদক
একটু একটু করে বরফ গলছে ; একটু একটু করে বরফ গলছে মেরু অঞ্চলের ; একটু একটু করে জলের স্তর বাড়ছে ; একটু একটু করে জলের স্তর বাড়ছে সমুদ্রের ; আর আমরা শুনেও না শোনার ভান করে আছি ধ্বংসের পদধ্বনি , মৃত্যুর পদধ্বনি ; আমি , আমরা , আমরাই একের পর এক ধ্বংস করে গেছি জঙ্গল …