দয়াল // সীমা চক্রবর্তী

তোমার দুয়ার এলাম দয়াল হস্ত যে মোর রিক্ত ঝাপসা আজি নয়ন আমার  পাপে হৃদয় সিক্ত। মত্ত যখন জীবন ভোগে খুঁজি তখন তোমায় আজ এসেছি মুক্তি পেতে মাফ করে দাও আমায়। কতো যে পাপ আছে জমে জীবন খাতা জুড়ে,  জমতে জমতে পাহাড় হয়েছে  উঠছে আকাশ ফুঁড়ে। সব হারিয়ে নিঃস্ব আমি পাপের কালি মেখে সুখ শান্তি’রা  গেছে …

দয়াল // সীমা চক্রবর্তী Read More »