গোপন কথা — সাবিনা ইয়াসমিন
তোকে মনে পড়ে অন্যায়-আবদারে, তোকে মনে পড়ে অহেতুক জ্বালাতনে, তোকে মনে পড়ে দুষ্টু হাসির আদলে, তোকে মনে পড়ে আগন্তুক অভিমানে। তুই থাকিস একটা পাখির খাঁচায়, কখনও-বা সাইকেলের দু-চাকায়, পা ঝুলিয়ে মেয়েটা যেই কোমর চেপে ধরে – কচি কচি শাসনে ঠিক তুই ধরা পড়িস ! এমনি করেই হঠাৎ কোনো বেলায়, মুখ গোমড়া আকাশ ধেয়ে এলে, একটু …