ঝড় — পর্ব – ১৪ – বন্য মাধব
এই শুভ! বাবুদার ডাকে চমকে তাকালাম। ঐ দ্যাখ সাইকেলে কে আসছে! ও তো নমিদি, ভাল কীর্তন করে, ওই পাড়াটায় থাকে, মিকিদি বলেছে। হুম, আর কিছু বলেছে? কই নাতো! আমি জানাই। শোন তা’লে। ঐ যে সাইকেল চালাচ্ছে ওটা ওর এখনকার বর সুমন্তকা, খোল বাজায়। ছোটবেলা থেকেই নমি এর দলে গান গায়, মূল গায়েন, একেবারে জন্ম …