ভাই ফোঁটা — বিশ্বনাথ পাল
ভাই বোনের চিরন্তনী বন্ধনে মোহমুক্ত এ মায়ায় বারবার প্রাণ জুড়ায় তবু তিয়াস মেটে না। মনের মোহনা জুড়ে এমন নিবিড় স্নেহচ্ছায়ায় বারেবারে প্রাণ খোঁজে বিশ্রাম। চোখের জলের পুণ্যস্রোতে এমন নিবিড় মায়ায় যমকে যমুনা দেয় ফোঁটা মঙ্গলকামনায়। বায়ূ – জল, ধূপ-দীপ হোক সুরভীত ভ্রাতৃপ্রেম করে যেন বোনে সুরক্ষিত। বাঙালির ঘরে যত বোন – ভাই এক হয়ে জোট …