ঝড়, পর্ব – ১৩ — মাধব মন্ডল
পিছনে ম্যানগ্রোভ, নাম না জানা পাখিরা হঠাৎ হঠাৎ ডেকে উঠছে, আর সামনে শেষহীন মাছের ভেড়ি, আইনি না বেআইনি বাবুদা জানে, সেই দূরে, আবছা আবছা সবুজ, যেন একটা ঢেউ খেলানো পাহাড় চুপচাপ ঘুম জড়ানো চোখে আকাশের দিকে তাকিয়ে আছে, খুব আস্তে আস্তে সেখানে একটু একটু রঙ ফুটছে, আমারা অপেক্ষায় চোখ সরাচ্ছি না। মেঘমুক্ত আকাশ, …