রুক্ষ খোঁপায় তখন সবুজ ফড়িংয়ের হাঁফছাড়া নিশ্বাস
কৃষক // লক্ষ্মীকান্ত মণ্ডল ঘন দুপুরের নিরিবিলি ধানের ডগায় সবুজ নাচে সমুদ্র হাসিতে, যেন নিভৃত পাখিদের আঁকা জাগ্রত দিন – টান টান; দেবদাসী নৃত্য পটিয়সী , যে নিজেকে বিলিয়ে দেয় ঈশ্বর সেবায় – ঝরঝর শব্দে রোদের যন্ত্রণায় কম্পিত তরুণ আমের মুকুল, মাতাল ; বেলপাতা নয় শ্রম ঢালে দেবদাসী পায়ে- নৌকা ভাসায় গরিবি চোখে মাঠ ফুলের …